আজ আর লিখব না কথা
যেতে চায় যাক যেথা সেথা
কথার মালা গেঁথে কবিতা
সোহাগ মাখা রূপে সবিতা।
দিয়েছি ছুটি ওদের আজ
ভাবনাও নেই, নেই কাজ
সুরে সুরে কবির সে তান
কন্ঠে আমার বাজে গান।
'তোমাকে' দেখেছি নব সাজে
রঙিন পোষাকে ক্ষীণ লাজে
চমকি ঠমকি পায়ে পায়ে
প্রেম এলো রাগিণী নায়ে।
ওরে মন ছুটে চল ধেয়ে
ভালবাসি বল তবে গেয়ে
যাকিছু ছিল আমার থাক
ছুটি নেই কাজ শুধু কাজ।