যেতে পারি কিন্তু কেন যাব?
তোমাদের সকলের চাওয়া
আর সব পাওয়া শেষ করে
যাব তবে দু'হাত মুক্ত করে।
পরিচয় আমি তোমাদেরি লোক
এই বলে খ্যাত নাই বা হোক
ইতিহাসের কথা মূল্যহীন আজ
রক্তের রঙ আজ হয়েছে নীল
ক্ষমা দয়া প্রেম সবই মিছে,
তাই আরও কয়েকটা দিন থাকব
নেশায় চুর হয়ে পান করবো মদ
যতক্ষণ না বিষক্রিয়াতে বেঁচে
সমাজ পরিবর্তনে ইতিহাস নয়
বর্তমানকে ভুলে যাবে তোমরা।
তারপর তোমরাই তোমাদের সমাধি
পূর্ব হতে সাজিয়ে নেবে আদর্শে
আমি যেতে যেতে বলে যাব
পৃথিবী তুমি স্বপ্ন দেখিও না
ধ্বংস কর বিশ্বাসের বিষ !
চলে যেতে পারি এখনই -
হাতছানি আর ভালবাসা
উপেক্ষা করে দু'পায়ে মাড়িয়ে,
তবে এখনই নয় আরও কিছু সময়
যতক্ষণ এ দেহে বইছে লালের ধারা,
যদি ডাক দাও ভালবেসে ওরে দিশেহারা!