শারদ সংখ্যা "উৎসবে মাতি"
আলোচনা বিভাগে প্রকাশ আজি,
সমবেত কাব্য দিয়ে গড়া বই
আমি ভারবাহী হয়ে কেন রই!
হয় যদি ভুল ও ভ্রান্তি কিছু
ক্ষম অপরাধ করি মাথা নিচু,
আদেশ যাহা দিবে আগামী দিনে
শোধনে আমি থাকবো চিরঋণে।
আশিস্ দিয়ো তোমরা শুধু ভাই
ভালবাসা ছাড়া কিছু নাহি চাই,
বাংলা ডটকম থাকবে সাথে
মিলনে উৎসবে দিনে ও রাতে।
আবার আসিবো আমি এই দ্বারে
নিতে কাব্য ভিক্ষা ওরে বারে বারে,
মতামত দিয়ে জানিয়ো আমায়
শুনিতে চাহি তোমাদেরই রায়!