প্রথমেই জানাই আসরের সকল কবি, পাঠক, শুভানুধ্যায়ী এবং শ্রদ্ধেয় এডমিন মহোদয়কে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজই “উৎসবে মাতি” পত্রিকা প্রকাশের দিন। আসরে থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি, পেয়েছি সহযোগীতা, পেয়েছি সহমর্মিতা। সমষ্ঠিগত ভাবে সৃষ্টি করলাম “উৎসবে মাতি”। আপনাদের সহযোগীতা ও পরিশ্রমের ফসল হিসাবে আপনাদের হাতে তুলে দিলাম "উৎসবে মাতি" শারদ সংখ্যা। ত্রুটি-বিচ্যুতি থাকাটাই স্বাভাবিক। আপনারা আপনাদের মহানুভবতা দিয়ে সেই সকল ভুল-ভ্রান্তি মানিয়ে নিয়ে আগামীর পথে আবারও দেখা হবে এই আশায় পথ চলতে থাকবো বাংলা কবিতা ডট কম'কে সঙ্গি করেই। আপনাদের মতামতের আশায় রইলাম।
পত্রিকার লিঙ্কটি হল - https://drive.google.com/file/d/0B2Fj_BXxuTRRVS1iWW9Rd0hvM1U/view?usp=sharing
উপরের লিঙ্ক থেকে আপনারা E-পত্রিকাটি Download করতে পারবেন। লিঙ্কটি copy করার সুবিধার্থে নীচে মন্তব্যের ঘরেও দেওয়া হল।
ধন্যবাদান্তে -
সৌমেন বন্দ্যোপাধ্যায়
Note : কিভাবে Download করবেন ?
- অনেকের Download করতে অসুবিধা হওয়ার জন্য জানাই - প্রথমে LINK টি Open করে তারপর ডান দিকের Top Corner-এ দেখতে পাবেন একটি Down Arrow চিহ্ন। ওখানেই Click করলেই Download করতে পারবেন।