আজ সব বন্ধ জানালাগুলি খুলে দাও
খুলে দাও তোমাদের ঘরের সদর দূয়ার
বিষ বাষ্পে ভরে যাচ্ছে সংযমের সংগ্রাম,
একটা অস্ত্র দাও আমাকে শেষবারের মত
রক্তপাতের চোরা স্রোত মনের আগুনে
পুড়িয়ে নিয়ে এখনই এসো আমার সাথে।
না, আজ আর কোন প্রশ্ন নয় - এগিয়ে চলা
নিঃশব্দে ধীরে সন্তর্পনে নিজেকে প্রস্তুত করতে
একাগ্রতা আর সান্নিধ্য লাভে অগ্রসর হতে
আমি তোমাদের দেব রক্ত বিজয়ের পথে,
বিষ বাষ্পে রূদ্ধ শরীর শহিদ হয়নি এখনও !