চোখে তোমার প্রেম ছিল
হৃদয়ে ভালবাসা,
বরষা শেষে এলো শরৎ
দূরে যাক্ দুরাশা।
খুশিতে আজ মনের কথা
বলেই ফেলো তুমি,
সব ভুলে তাই আনন্দেতে
নরম গালে চুমি।
তোমার ছোঁয়া প্রাণে আমার
ঢেউ জাগাল আজ,
মিলবো আমরা দু’জনেতে
নেইতো কোন লাজ।
এমনি করে আসে শরৎ
শিউলি ঝরা পথে,
দু’টি মনের মিলন হয়
আজি শারদ প্রাতে।