আলোকপাতঃ- শরতের শিউলি আর সাদা মেঘের ভেলায় চড়ে আসে শারদীয়া উৎসব। দেবী দুর্গার বোধনের সাথে সাথে চতুর্দিকে আনন্দের আয়োজন, সাজো সাজো রব। সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমন আর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্গা পূজার আয়োজন করি আমরা। পরস্পর মেতে উঠি সহমর্মিতা এবং ঐক্যের বন্ধনে। দুর্গা পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি একটি সর্বজনীন উৎসব অর্থাৎ সকল জাতপাতের উর্দ্ধে এ এক মহামিলন ক্ষেত্র। এই উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠান। যেমন – বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান শিবির, দুস্থ ও কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মাণিক অর্পণ, দরিদ্র নারায়ণ সেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে অবশ্যই থাকে শারদীয়া পত্রিকা প্রকাশ। এই সকল অনুষ্ঠানে থাকে না কোনরকম বৈষম্য, থাকে শুধু মিলনের মহানন্দ! দেবী দুর্গা মাতা সর্ব জীবেই বিরাজ করে জীবের দুর্গতি নাশ করেন বলেই তাঁর নাম দুর্গা। পৃথিবীতে অন্যায়-অত্যাচার, পাপিষ্ঠাদের রুখে দিয়ে শোষকের হাত থেকে শোষিতদের উদ্ধার করতে, সত্যকে স্বরূপে প্রতিষ্ঠা করতেই এই মহাশক্তির আরাধনা আজ বড় বেশি প্রয়োজন। তাই আজ আমরাও এগিয়ে এসেছি, ধরেছি কলম। আমরাও মেতে উঠেছি মহাউৎসবে। মেতে উঠেছি আনন্দে, সকল কুসংস্কার, সকল বাঁধা ছিন্ন করে, সকল অন্যায়-অত্যাচারের বিরূদ্ধে রুখে দাঁড়িয়ে, সকল জাতপাতের উর্দ্ধে উন্নতশীরে বাহু বন্ধনে মিলিত হয়ে উৎসবকে করবো মহাউৎসব।
*************************************************
সকল কবি বন্ধুদের আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে “উৎসবে মাতি” পত্রিকা সম্পর্কে কিছু কথা। পূর্ব ঘোষণার কিছু রদ বদল করে সম্পদনার কাজ এগিয়ে নিয়ে পত্রিকা প্রকাশ করতে চলেছি, তার কারণ শারদ উৎসব শেষ হবার ১৭ দিন পরেই দীপাবলী উৎসব, তাই ৬ই নভেম্বরের পরিবর্তে ১৮ই অক্টোবর পত্রিকা প্রকাশ করতে চাইছি।  বাংলা-কবিতা ডটকম ওয়েবসাইটের সদস্যের কাব্যসম্ভার নিয়ে বাংলা-কবিতার আসরে প্রকাশিত হতে চলেছে শারদীয়া পত্রিকা "উৎসবে মাতি", আগামী ১৮ই অক্টোবর ২০১৬ অর্থাৎ ১লা কার্ত্তিক ১৪২৩ - সদস্যের নিজ উদ্যোগে।  "উৎসবে মাতি" বিষয়ের উপর .PDF সাহিত্য পত্রিকায় লেখা দিয়ে সহযোগীতা করার জন্য আসরের সকল কবিগণের প্রতি অসীম কৃতজ্ঞতা  জ্ঞাপন  করছি।  গত ১লা সেপ্টেম্বর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত আসরে উক্ত বিষয়ের উপর যতগুলি কবিতার লিঙ্ক পাওয়া যাবে এবং যাঁরা লিঙ্ক দিতে ভুলে গেছেন অথচ আমার চোখ এড়িয়ে যায়নি সেই সকল কবিতাগুলি নিয়ে  তারিখের ক্রমানুসারে নিম্নে একটি তালিকা প্রকাশ করা হল।  আপনারা লেখা পাঠাতে থাকুন ১২ই অক্টোবর পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী।
                  
আর সাথে সাথে উক্ত বিষয়ের উপর “উৎসবে মাতি” (১৫০-২০০শব্দের মধ্যে) একটি আলোকপাত ই-মেলে পাঠিয়ে দিন (বাধ্যতামূলক নয়), যেটি এই পত্রিকার সাথে লেখকের নামসহ প্রকাশ হবে।    e-mail: dasbanerjee@gmail.com
                    
পত্রিকাটিতে যে যে বিভাগ স্থান পাচ্ছে তা হলঃ-
(1) সম্পাদকীয়
(2) উক্ত বিষয়ের উপর আলোকপাত সমূহ (১৫০-২০০ শব্দের মধ্যে)
(3) কৃতজ্ঞতা জ্ঞাপন
(4) শ্রদ্ধার্ঘ্য
(5) সহযোগী কবিদের কবিতাগুচ্ছ
(6) বিজ্ঞাপণের পাতা
(7) স্বজন কবিদের কবিতাগুচ্ছ
(8) আগামী দিনে পত্রিকা প্রকাশের জন্য কাব্য ভাবনার বিষয়

                    
তাহলে দেরি না করে আপনারাও  (১৫০-২০০ শব্দের মধ্যে) “উৎসবে মাতি”-এর উপর আলোকপাত লিখে পাঠাতে পারেন ই-মেলে dasbanerjee@gmail.com আপনাদের সহযোগীতা ছাড়া পত্রিকা প্রকাশ করা সম্ভব নয়, আপনাদের উত্তরের আশায় দিন গুনছি। শুভকামনা জানাই সকল কবিবন্ধুবর্গের প্রতি।

এখনও পর্যন্ত পাওয়া সহযোগী কবিদের কবিতার তালিকা, আসরে প্রকাশিত তারিখের ক্রমানুসারেঃ-
১) প্রবীর চ্যাটার্জী|আনন্দময়ীর আগমন|০২/০৯/২০১৬
২) দিব্যেন্দু সরকার|উৎসবে মাতি|০৩/০৯/২০১৬
৩) সৌমেন চৌধুরী|পাড়ার দুর্গাপূজা|০৪/০৯/২০১৬
৪) খলিলুর রহমান|মহা-উৎসব|০৪/০৯/২০১৬
৫) গোলাম রহমান|মা (গীতি কাব্য)|০৫/০৯/২০১৬
৬) অনুপ মজুমদার (অনিমেষ)|মহোৎসবে বিশ্ব উঠুক ভরে|০৫/০৯/২০১৬
৭) অনন্ত গোস্বামী|পথশিশু|০৬/০৯/২০১৬
৮) উজ্জ্বল সরদার|শরদিন্দু|০৭/০৯/২০১৬
৯) ষড়ানন ঘোষ(উদাসী কবি)|এসো মা এসো|০৭/০৯/২০১৬
১০) কল্লোল বেপারী|এসেছে মা |০৮/০৯/২০১৬
১১) শৈলেন চৌনী|ব্যথিত শিউলি|০৯/০৯/২০১৬
১২) মৃন্ময় কবি|পূজা এলে|১০/০৯/২০১৬
১৩) শাহীন আহমদ রেজা|মহা উৎসব| ১০/০৯/২০১৬
১৪) আল মামুন|ভ্রাতৃত্বের নতুন প্রভাত |১১/০৯/২০১৬
১৫) জয়শ্রী রায়|উৎসবের আঙিনায়|১২/০৯/২০১৬
১৬) পলাশ দেব নাথ|মায়ের পূজো|১৩/০৯/২০১৬
১৭) স্বপন গায়েন (উদয়ন কবি)|উৎসবে অধিকার|১৪/০৯/২০১৬
১৮) অর্জুন রায় (নব-লিপিকার)|পরিহাস|১৫/০৯/২০১৬
১৯) অনুপম মন্ডল|শারদোৎসবের আগমনী বার্তা|১৬/০৯/২০১৬
২০) মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি)|কবি মাতে বিশ্বজনীন উৎসবে|১৬/০৯/২০১৬
২১) সোমাদ্রি| শরতে চাইছি আমি|১৬/০৯/২০১৬
২২) রিঙ্কু রায় (আবৃত্তিকার)|অষ্টমীর চাঁদ|১৭/০৯/২০১৬
২৩) কবীর হুমায়ূন|উৎসবে মাতি|১৭/০৯/২০১৬
২৪) খান লোকনাথী(হিরণ্ময় কবি)|উৎসব হোক সার্বজনীন|১৭/০৯/২০১৬
২৫) রক্তিম (অসিত রায়)|উৎসবে মাতি (আগমনী)|১৮/০৯/২০১৬
২৬) শ্রী সঞ্জয় (মাইতি)|এসো হে-মিলনে|১৮/০৯/২০১৬
২৭) রাবেয়া রাহীম|শেখালে তুমি|১৮/০৯/২০১৬
২৮) সুমিত্র দত্ত রায়|মাতার মাত্রা|১৯/০৯/২০১৬
২৯) অজিত কুমার কর|ছড়া (আবেদন)|১৯/০৯/২০১৬
৩০) লক্ষ্মণ ভাণ্ডারী|পূজো আসছে|১৯/০৯/২০১৬
৩১) সোমালী নিরঝরা(মৃণালিনী)|উৎসবে মাতি|১৯/০৯/২০১৬
৩২) নূরুল ইসলাম|সার্বজনীন উৎসবে|১৯/০৯/২০১৬
৩৩) পরিতোষ ভৌমিক(অমায়িক কবি)|অনুরণন|১৯/০৯/২০১৬
৩৪) সৌমেন বন্দ্যোপাধ্যায়(পীযূষ কবি)|বোধন|২০/০৯/২০১৬
৩৫) মৌমিতা মজুমদার|দুগ্গোৎসব|২১/০৯/২০১৬
৩৬) মোঃহাফিজুর রহমান বিপ্লব|শ্রোতব্য-জ্ঞান ও দশপ্রহরধারিণী |২১/০৯/২০১৬
৩৭) মোনায়েম সাহিত্য|শরতের রঙ|২১/০৯/২০১৬
৩৮) অদিতি চক্রবর্তী(অনিন্দিতা)|পরমোৎসব|২২/০৯/২০১৬
৩৯) শ্রাবনী সিংহ|উৎসবের রোশনাই|২২/০৯/২০১৬
৪০) দীপঙ্কর বেরা|আগমনী|২২/০৯/২০১৬
৪১) সৌমিত্র দে|মা দূর্গার সাথে ফোনালাপ|২৩/০৯/২০১৬
৪২) ড. সুজিতকুমার বিশ্বাস|নগ্ন শারদীয়া(সনেট)|২৩/০৯/২০১৬
৪৩) সাবলীল মনির|উৎসব|২৪/০৯/২০১৬
৪৪) অরূপ গোস্বামী|দুগ্গা মা|২৬/০৯/২০১৬
৪৫) সমরেশ সুবোধ পড়্যা|আগমনীর অপেক্ষায়|২৭/০৯/২০১৬
৪৬) মোঃ ফিরোজ হোসেন|এসো এ ধরিত্রীর সমতল উৎসবে|২৯/০৯/২০১৬
৪৭) মল্লিকা রায়|দ্যুষ নিবিনা |২৯/০৯/২০১৬
৪৮) আন্তরিক |আজ আর থীম প্যান্ডেলে নয়|২৯/০৯/২০১৬
৪৯) হরষিত দেবনাথ|শারদ প্রণাম|২৯/০৯/২০১৬
৫০) যোগেশ বিশ্বাস|শরতের উৎসব|৩০/০৯/২০১৬
৫১) পৌলমী মুখার্জী|আগমনী বার্তা|৩০/০৯/২০১৬
৫২) বালুচর|তবে চন্দন ধুপ|০১/১০/২০১৬
৫৩) শ্রীতরুণ|আমার উঠোন ছুঁয়ে যেও মা|০১/১০/২০১৬
৫৪) রুনা লায়লা|দূর্গোৎসব|০১/১০/২০১৬
৫৫) অমিতাভ শূর|ঝলমলে সোনারোদ|০৪/১০/২০১৬
৫৬) পি.কে. বিক্রম|দেখেছি শুধুই শুভ্রতা|০৪/১০/২০১৬
৫৭) বিভাংশু মাইতি|প্রণতি|০৪/১০/২০১৬
৫৮)  রুমা ঢ্যাং|নিত্যদিনের ব্যবধানে শারদোৎসব|০৫/১০/২০১৬
৫৯)  মৌলিক মজুমদার|একটি কবিতা আসছে|০৫/১০/২০১৬
                       - সংযোজন -
৬০) মৌটুসি মিত্র গুহ|বাংলার পুজো|০৬/১০/২০১৬
৬১) দীপঙ্কর | আবাহন |০৬/১০/২০১৬
৬২) অতনু দত্ত | উৎসবে মেতেছি আজ | ০৭/১০/২০১৬
৬৩) মোঃ আবুল কালাম আজাদ | আগমনের শারদীয়তা | ০৭/১০/২০১৬
৬৪) হরেকৃষ্ণ দে | পুজোর মাতন | ০৯/১০/২০১৬
৬৫) আরশাদ ইমাম | দুর্গতি অবিনাশ | ১১/১০/২০১৬
* এছাড়াও পত্রিকাটিতে থাকছে আসরের স্বজন কবিদের কবিতাগুচ্ছ, যাঁরা কাজের ব্যস্ততা এবং সময়ের অভবে নতুন লেখা দিতে পারলেন না – কবি শিমুল শুভ্র, ফয়েজ উল্লাহ রবি, পল্লব, অজিতেশ নাগ, তানজিলা ইয়াসমিন, দিলীপ চট্টোপাধ্যায়, অনিরুদ্ধ বুলবুল, মিমি, স্বপন কুমার মজুমদার, তপন দাস, প্রনব মজুমদার, সুহেল ইবনে ইসহাক,  সুখেন্দু মাইতি, সহিদুল হক, গৌরাঙ্গ সুন্দর পাত্র, সুবীর কাস্মীর পেরেরা(বৈরাগী কবি), মিতা চ্যাটার্জী, বিভূতি দাস, আজাদ বাঙালি, শ.ম. শহীদ প্রমূখ…