হঠাৎ সে এল,
জানতে চাও কে?
দুখের ঘরে সুখ।
তার মুখ ঢাকা
সাদা কাপড়ে,
আমি বললাম
প্রকাশিত হও,
প্রকাশিত হল
পুড়ল কপাল,
সে এখন...
আমার সাথে,
ছাড়তে চাই
সে ছাড়ে না,
নাম তার
সুকৃতি!