(আজ কবি ফয়েজ উল্লাহ রবির জন্মদিন, তাই তাকে দিলাম উপহার)
একটি দু'টি তিনটি ক'রে
তেত্রিশ বছর শেষে,
ভালবাসা জানিয়ে গেলাম
জন্মদিনে এসে ।
হস্ত আমার রিক্ত বটে
নয়কো হৃদয় শূন্য,
হাসি খুশিই ভরিয়ে দেব
আজকে তোমার জন্য।
টু'ডে ইয়োর বার্থ'ডে
ইয়ার অলসো নিউ,
উই আর নোইং টুগেদার
হ্যাপি বার্থডে টু ইউ।
দুখের দিনে বন্ধু তুমি
হোয়ো না মৃয়মান,
আঁধার বিনা আলোর কভু
হয়না যেনো স্থান।
দুখের দিনে থাকবো পাশে
মোছাবো অশ্রু বিন্দু,
করবো প্রমাণ সবার কাছে
আমরা আসল বন্ধু।
বছর বছর আসবো হেথায়
রবি'র সাড়া পেয়ে,
কামনা করি তাইতো সবাই
মেনি হ্যাপি রির্টানস্
অফ দ্যা ডে ।