সকালে চায়ের কাপে
চুমুকেই জিভ পুড়ল
বাজার দর আগুন
কাগজে খবর ছাপা
চিনির যোগান কম
তবুও রেশন খুলছে
ছন্নছাড়াদের আড্ডা
রাস্তায় পুলিশ টহল
হাসপাতালে বিক্ষোভ
বিদ্যালয়ে ছাত্র সংগঠন
ছুটিতে আলোচনা চক্রে
ব্যাঙ্কের কেরাণী দূরাভাষে ব্যস্ত
সরকারী কর্মচারি অনড়
কর্ম ব্যস্ততায় আসীন
পোষ্ট অফিসের পিওন
বাছাই সেরে নাকে তেল
মদের দোকান উন্মুক্ত
পুজোর বাজার সারতে
আয়েশীদের ভীড় বাড়ছে
রাস্তায় যাত্রীহীন যানবাহন
বেশকিছু ইশারায় ছুটছে
এরই মাঝে রান্নার খুন্তিটা
আজ যেন খুববেশি নড়ছে
তার সাথে সৌখিন পার্কে
সবুজ মনের প্রেমালাপ হচ্ছে
সবই ভাই ঠিকঠাকই চলছে
সাংবাদিকের কলম আর ক্যামেরা
নথিপত্রে বরাবরই গেছে আঁটকে
সাধারণ মানুষ তাই জেগে ঘুমাচ্ছে!