বন্ধন মানে বাঁধা
রন্ধন মানে রাঁধা
ক্রন্দন মানে কাঁদা
জুলুম কি তবে চাঁদা?
আয়েশ অর্থে আরাম
ছেদের অর্থ বিরাম
রক্তরসে সিরাম
ডাক দিলে কি নিলাম?
অল্প হাসি মুচকি
পিঠের পরে বুঁচকি
বাদল নাই ধুঁকছি
উঠছে তাই হেঁচকি?
এখন তবে যাচ্ছি
খানিক পরে আসছি
সুরের তালে থাকছি
খেমটা নাচ নাচছি !