নমস্কার, সংবাদ সমীক্ষা
পড়ছি সৌমেন বন্দ্যোপাধ্যায়,
পরাধীনতার অন্ধকার থেকে
স্বাধীনতার আলো দেখেছিল
আমাদের দেশ ভারতবর্ষ
এমনই এক বিশেষ দিনে।
আজ সেই আকাঙ্খিত ১৫ই আগষ্ট
সকাল থেকেই দেশাত্মবোধক গান
পতাকা উত্তোলন, বিনম্র ভাষণ
কুচকা আওয়াজ, বিপ্লবীদের সন্মান প্রদর্শন
রাজনৈতিক মঞ্চে মন্ত্রীর বক্তৃতায় করতালি
রাস্তায় রাস্তায় পোষ্টার-ব্যানার
তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান
এই নিয়েই সারাটা দিন।
কেউবা ছুটির মেজাজে বাড়িতে
টিভিতে দেখছে বিপ্লবী ছায়াছবি
কেউবা খেলার মাঠে প্রদর্শনী ম্যাচে
আবার কেউবা মোটর বাইকে
পতাকা লাগিয়ে সাথিকে নিয়ে
হাওয়া খেতে খেতে বলছে -
'শপথ নেবার দিন আজ
এসো আমরা শপথ করি
পরস্পর পরস্পরের জন্য চিরদিনের।'
আমাদের স্বাধীনতা বিশ্বাসের পথে
গণতন্ত্রের হাত ধরে পাওয়া
সংগ্রামীদের রক্তে লেখা স্বপ্ন!
কিন্তু দিনের শেষ হলে
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত
সকল উষ্ণতা লোভের আগ্রাসে
পরিতৃপ্ত হয়ে প্রকট অন্ধকারে
হারিয়ে যাওয়া অগণতান্ত্রিক চরিত্র,
তবুও কাগজের হকার হাঁক দিয়ে যায়
হাজারো প্রতিশ্রুতির অত্যাশ্চর্য সংবাদ!
            "শুভরাত্রি"