অর্থ অলংকার ঐশ্বর্য আরও যাকিছু
তোমার চাহিদার বেহিসাবী অঙ্কের ঔদ্ধত্য
যেখানে পৌঁছে গেছে সেখানে আমিও
দু'হাতে অনেক কাদা মেখেছি অবিরাম
দুঃখের স্রোত পার হয়ে সুখ স্রোতে
সাঁতার দিচ্ছ আমাকে নিয়ে স্বইচ্ছায়,
শারীরিক চাহিদা প্রয়োজন মাফিক বিলাস
তাই ধন বৈভব স্বচ্ছলতা নয় সবকিছু
আরও কিছু আছে বাকি অবসর যাপনে,
পায়ে আমার দিয়েছ বেড়ী হাতে হাতকড়া
সন্তান ? সেতো সম্ভোগের ফল স্বরূপ!
বেঁচে আছিতো নাকি মরেই গেছি কবে
বিশ্বাসের আলয়ে ধরেছে ঘুন পোকা
ব্যাপ্তি জীবনের চাবিকাঠি করেছ করায়ও,
কখনও ভালবেসে ডেকেছ কি কাছে
বলেছ কি আমায় এ মন শুধু তোমারই জন্য
অন্ধকার হাতড়ে দিনের আলোয় দেখেছ কি
না পাওয়া চাহিদার মৃত্যুহীন প্রাণের ক্রন্দন!
তোমার আঁচল পরিপূর্ণ সপ্তপদী সম্ভারে -
আমি চেয়েছিলাম এক টুকরো ভালবাসা
একটা ঠুনক গোটা জীবনের জন্য,
বোধহয় তোমার কাছে আমার চাওয়া
অনেক বেশি পাওয়ার অঙ্কে অস্বচ্ছল!
অবসর দিনের ক্লান্ত ঘাম মুছে
বিষন্ন বিকেল ডাক দেয় সুদূরে
চুপি চুপি বলে এসো আমার কাছে
তোমাকে দেব এক রাত্রির ভালবাসা।