****( এডমিন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি ) ***
সকল কবিমহদয়দিগের প্রতি একটি নিবেদন রাখছি - আসুন না আমরা প্রতি ২ মাস অন্তর এক একটি বিষয় নিয়ে কবিতা লিখি অর্থাত্ বিষয় এক থাকবে .........চিন্তা ভিন্ন হবে......আর তার বিচারও আমরাই করবো। প্রথম বিষয় - ''শ্রদ্ধা না ভালবাসা কার আসন বড়'' - কেমন হবে এই বিষয়ে প্রথম আলোকপাত করলে - আগস্ট থেকে সেপ্টেম্বর এই দুই মাসে, তার মাঝে কবিরা নিজের মত লিখবেন নিজের বিষয় নিয়ে, শুধু যখন এই বিষয় নিয়ে লিখবেন ব্ন্ধনীর মধ্যে বিষয়টি উল্লেখ করবেন । ভাবছেন বিচার কিভাবে হবে - তারও একটা উপায় আমি ভেবে রেখেছি। প্রথমে যিনি ভার পাবেন তিনি এই বিষয় নিয়ে লিখতে পারবেন না। দুই মাস পরে ব্যাখ্যা দিয়ে ফলাফল জানাবার পরে তিনি তাঁর কবিতা প্রকাশ করতে পারেন।
প্রথমেই বিচারকের ভার কবি কবীর হুমায়ূন মহাশয়কে দিলে কেমন হবে ? আপনাদের মতামত জানান - আমি কবি কবীর হুমায়ূন মহাশয়কে এই প্রস্তাব পাঠিয়ে দিলাম ।
ভাল থাকুন । সুস্থ চেতনার কাব্যধারা বজায় রাখুন।
এই বিষয়ে সময়ের মধ্যে যখনই লিখবেন ...একবার বিচারক মহাশয়কে নিজেই জানিয়ে দেবেন......তাঁর চোখ যাতে এড়িয়ে না যায়। ধন্যবাদ।
*পুনঃ এই বিষয়ে একটির বেশি কবিতা দেবেন না।