এইতো বেশ ভাল আছি
একা একা জীবন পথে
চড়াই উৎরাই পার করে
পৌঁছে গেছি চরম সত্যে,
এখানে অনেক কিছুই নেই -
নেই হিংসা, নেই দাঙ্গা, নেই অবিচার
প্রেম নেই, জ্বরা নেই, মৃত্যুও নেই
যা কিছু আছে সকলই স্তব্ধ
কঠিন কঠোর কনকসম,
ত্যাগের মন্ত্রে জাগুক প্রাণ
আগুনে পুড়ে হোক খাঁটি সোনা
আমি চণ্ডাল, আমি মানব, আমি নিঃস্ব
খালি হাতে এসেছি, খালি হাতেই প্রস্থান।
তারপর! তারপর একসময়
হয়তো আপনারা বলে উঠবেন -
পাপ-পূণ্য, চাওয়া-পাওয়া সব এখানেই
স্বর্গ আর নরক বলে কিছুই নেই!
আমি বলব, জীবন একটাই
আর মরণ, সে তো অমোঘ
কিন্তু ত্যাগ অপরাজেয় আদি
অনন্ত সুখের ঘর সাজিয়ে
পথ চেয়ে বসে আছি দীর্ঘকাল
সর্বসুখ ভোগ করেই না হয় এসো
সুজাতার পায়েস যদি নাও পাও
জানবে ত্যাগের পথেই মুক্তি,
দাঙ্গার রক্তে মরুভূমি চাই না!
*****
(জানি না মুক্তি কোথায়, তবুও ব্যস্ততার মাঝে তাকেই খুঁজি)