বিবেক ছিল
জ্ঞান ছিল
প্রেম ছিল মনে
হৃদয় তারি সনে,
আজ হৃদয় শূন্য
হাজারো দীণতা -
নিরব নিঝুম অন্ধকার
ছায়াময় অশরীরী নাগপাশে
তুমি আমি আমরা সবাই,
আতঙ্কের অদৃশ্য আদিমতা
রক্ত সংগ্রামে বিষবাষ্প
বন্ধুর থেকে বন্ধুর পথে।
এবার যুদ্ধ চাই -
হাতিয়ার বিহীন হাত
একক লড়াই সবুজ সংকেতে,
আমাদের মিলন লেখা হবে
সময়ের অক্ষরে অক্ষরে
বন্ধুর পথে শত্রু নাশে।