এবার বসন্ত আসতে যদি বিলম্ব হয়
তবে তুমি শুভ্রনীল ছাপা শাড়িতে
নির্লিপ্ত হাসিতে নিরাময় কলেবরে
গুটি গুটি পা'য়ে এসো আমার বাগে
আমি তোমার জন্য অপেক্ষাতে থাকব।
শিশির বিন্দু দিয়ে লিখে পাঠালাম
তোমার জন্য আমন্ত্রণ পত্রখানি।
মা ষষ্ঠীর কৃপায় মিনি এবারও মা হয়েছে
কৃষ্ণ তুলসী আরও কৃষবর্ণ হয়ে উঠেছে,
করবী-গন্ধরাজ তোমার পরশ পেতে উদ্গ্রীব
নবমুকুল তার সুগন্ধি ঢেলে দিন সাজাতে চায়
রাঙা ঠাকুমা রোদে দেয় কুলের আচার
দিঘীতে পানকৌড়ি ডুবে ডুবে মাছ ধরে
সুবল কাকার শরীর দিন দিন ভেঙে যাচ্ছে,
তবু যদি শুনতে পেতাম কোকিলের কূজন
তাই কুয়াশার চাদর জড়িয়ে আধো-অন্ধকারে
ভাবছি এসব কথা, দেখছি শিশিরের কণা
বাষ্প হয়ে উড়ে যাচ্ছে দিগন্ত থেকে দিগন্তে।
ভালো-মন্দ সবকিছুই তোমাকে জানালাম
পরিযায়ী পাখির ডানায় বাসন্তী রঙ নিয়ে
তুমি কি আসছো বাসন্তীকা?