সুজনে
কুজনে
দুজনে
নয়নে
নয়নে,
আকুলে
ব্যাকুলে
চলনে
বলনে
চমকে
ঠমকে,
শয়নে
স্বপনে
পলকে
ঝলকে
বাহিয়া
চাহিয়া
ভাবিয়া
গাহিয়া,
দিবসে
নিশিতে
চিনিয়া
জানিয়া
বুঝিয়া-
লুকায়ে
হারায়ে
ফিরায়ে
কাঁদায়ে
হাসায়ে,
গোপনে
প্রকাশে
সোপানে
ভাসায়ে-
আসিল
প্রণয়
বহিয়া।