অল্প অল্প গল্প কথা শোনো
এক দেশে এক রাণী ছিল,
চাইছিল সে এক সুত্রধর --
এলো কালো একটা হুলো।

রাণীর ছিল মাথার ব্যাধি
হঠাৎ হঠাৎ উঠত খ্যেপে,
হুলো তখন নোখের খোঁচায়
আঁচড়ে দিত মাথা মেপে।

সেদিন থেকে রাণীর সাথে
আগে পিছে ছুটত মানী,
বুদ্ধি যে সব ছিল হুলোর -
কথা তার, রাণীর বাণী।

বছর শেষে দেখল রাণী
রাজকোষের খাজনা,
আহা! ভারী চমৎকার
হুলো বাজায় বাজনা।

এভাবে দিন যাচ্ছিল বেশ
নানানরকম ফন্দি ফিকির,
ঝালে-ঝোলে পাঁচ ফোড়ন
রাণীর সাথে ইকিড়ি-মিকিড়।

ততদিনে দেশের মানুষ
অলস মাথায় অসাড়,
হুলোর যত পুস্যিগণ
গলদ কাজের বাড়।

এখনও ভাবছে না কেউ
যাবে কোথায়, কোন ধাম
রাণী বলে হুলোর কথায়
আপনি বাঁচলে বাপের নাম!

সৃষ্টিকর্তা দেখছে বসে
নানান রঙের কত্ত খেলা,
জাগবে মনু, ধরবে লাঠি
সাঙ্গ হবে তোদের বেলা।