জাগে সূর্য-তারা
সবুজ ঘেরা বন, বায়ু বয় শন শন
নানা পাখি, বাঘ-ভালুকের গর্জন
মাঝে মাঝে ঝর ঝর ঝরে ধারা
সাজো সাজো বনে বনে সাড়া।
ওরা কারা?
আলো আসে আলো যায়, দিন শেষ
গাছে গাছে ফল, জলাশয়ে জীবদল
কথা নেই বাস নেই, আছে শুধু ইশারা
খায় বুন ফল আর শিকারে প্রাণ মারা
ওরা কারা!
নেই মান আছে হুঁশ, তাজা প্রাণ
থাকে বনে আলো মাখে নেয় ঘ্রাণ
ওরা ভালো কিম্বা মন্দ নতুন চারা
থাক দূরে নিজ সুরে গোপন পারা
ওরা বাঁধন ছাড়া।