খিদে পেলে খাই, ঘুম পেলে ঘুমাই
এর বাইরে কাজ আর অর্থ রোজগার,
ওসব কবিতা-টবিতা ভালো লাগে না
তবে হ্যাঁ, ছবি দেখতে বেশ লাগে -
রঙিন পর্দায় তোমার শরীরের দোলা
আরোও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে
মাত্র ত্রিশ টাকার বিনিময়ে।
তারপর ঘরে ফিরে সবার নজর এড়িয়ে
চুপিচুপি ছাইপাঁশ গিলে অন্ধকারে একা
ধুরঃ! এই কি জীবন! এই কি বেঁচে থাকা!
সম্পর্ক দূরত্বের, প্রেম কাষ্ঠ হাসির দুঃস্বপ্ন
ভালোবাসা - সে তো অবলুপ্ত!
সকাল হয়, সকাল থেকে রাত্রি -
কেবলই কাল যাপন আর নৈঃশব্দ,
এর থেকে মুক্তি পেতে কাগজ আর কলম
কবিতা আমাকে শুধু দুঃখই দেয়
তাই কবিতা আমার ভালো লাগে না,
তুমি কী বোঝোনা, আমি তোমাকেই চাই!