শ্রদ্ধেয় কবি সুবোধ সরকারের জন্মদিনে আমার নিবেদন -
লিখতে লিখতে হলেন কবি
রবি-নজরুল সুনীল-সুবোধ,
বাংলা ভাষায় সৃষ্টি নিপুন
বাঙালির ঘরে সাহিত্য-স্রোত।
সাগরের ঢেউ আছড়ে পড়ে
নোনা জলের বুকেই ভাসে,
উত্থান-পতন কালের গতি
সাহিত্যাঙ্গনে মুক্তা হাসে।
প্রণাম জানাই তাঁদের চরণ
স্মরণে-বরণে মানব জীবন,
কালির আঁচড় জাগায় চেতন
হাসতে হাসতে মৃত্যুও বরণ।
শ্রদ্ধা জানাই কবি সুবোধবাবু
জন্মদিনে আজ নতুন ভোরে,
তোমার কলম উঠুক জেগে
ন্যায় ও নিষ্ঠা সত্যের দোরে।