কতটা কষ্ট পেলে বুক যায় ফেটে, চোখ না ভেজে
কতটা কষ্টে বাজে বাঁশি, হাসি অভিনয়ে সঙ সেজে।
কতটা কষ্টে থাকি ভয়ে ভয়ে, পাছে না দেখ কবরী
কন্ঠে চেপে বিরহের সুর, তবুও গাই তুমি আমারই।
যত পারো দুখঃ দিও, আমি অরূপের রূপে অপ্রকাশ
তুমি থেকো চিরসুখী, আমার জন্য কেবলই দীর্ঘস্বাস।
যতটুকু পাওয়া সবটুকু নয়তো চাওয়া, জানে সুজন
তুমিও জানো, আমিও জানি, এ যে নীল নির্বাসন।
তবুও ভালোবাসি, ভালোবাসি শুধু ভালোবাসি
রজনী শেষে গন্ধ বিলায়ে কুসুম হোক না বাসি!