এখনও অনেক, অনেকটা পথ আছে বাকি
সময়ের হাত ধরে বিশ্বাসের শব এড়িয়ে
সংযমী অপেক্ষার পর বিশ্রামহীন পথ চলা
তারপর নীল শূন্যতায় অপ্রাপ্তির আঁকিবুকি।
অক্ষমতার অন্ধকার থেকে ক্ষীণ চাঁদ হাসে
জোনাকি আলো জ্বালে নিঝুম সন্ধ্যার শেষে
তখনও তুমি আছো কি আমারও পথ চেয়ে
আমৃত্যু অমোঘ হাসি হেসে ভালোবেসে।
পৃথিবীর সব স্তনন শবে, তিমির রাত্রির দেশে
অনাকাঙ্ক্ষিত অবিবেকী অন্বেষণে ভিজে
বিবর্ণ বিষ্ময় বারতা দেয় অপূর্ণ আশ্লেষে
মৃত্যুপথযাত্রী পূর্ণচন্দ্র দেখে ক্ষীণ হাসি হাসে!
সময়ের স্রোতে রৌদ্রের গন্ধে ডানা ঝাপটায় রাজহাঁস
কেতকী-করবী-কমল ফোটে, প্রভায় উজ্জ্বল দিগ্বিদিক
তখনও আশা জাগে আরও একবার যদি দেখা হয়
আম-জাম-কাঁঠালের স্নিগ্ধ ছায়ার ঘরে বারোমাস।
নিষ্ফল জীবনের সবটুকু গ্লানি গলিত গরল-ধ্বনি
রূঢ় আকাঙ্ক্ষায় নিঃশেষিত, স্বপ্নের জাল বোনে শৌর্য
হয়তো বা তখনও তুমি আছো পলাশের রঙে রঙিন।
ফিরতে হবে জেনে "হরি বোল হরি" ধ্বনি শুনি!