(কবি সমরেশ সুবোধ পড়্যা'র অনুরোধে লেখা - "কৃষি-খবর"
স্থান : মাধাখালী, ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর,
তারিখ শুরু ও শেষ (07/01 - 13/01/2018)
সময় (সকাল 9 টা থেকে রাত 11.30)
অনুষ্ঠানে থাকছে -
কৃষি, পুষ্প, মৎস্য ও হস্তশিল্প
প্রদর্শনী। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। নাটক, যাত্রা ও মনোজ্ঞ মনোরম বিচিত্রানুষ্ঠান। পরিচালনায় - মাধাখালী এক্তারপুর স্ব-সহায়ককৃষক সমিতি (মাধাখালী এক্তারপুর ফার্মার্স ক্লাব) এক্তারপুর ঐক্য সম্মিলনী।)
কৃষি-খবর
আবার এলো শীতের বেলা
বসবে এবার কৃষি মেলা
আসুন সবাই মাধাখালী
রাম-রহিম শেখর-আলী,
সকাল ন'টায় শুরু মেলা
সাথে হরেকরকম খেলা
নাটক যাত্রা সন্ধ্যাবেলায়
কৃষি ও সংস্কৃতি মেলায়,
দেখবে আরো হাতের কাজ
প্রদর্শনী পুষ্প ও মাছ
আলু বেগুন পটল কপি
শাক শশা থাকবে সবই,
সাতটি দিন বসবে মেলা
ভাঙবে মেলা রাতের বেলা
সাত থেকে তেরো জানুয়ারি
হবে মেলা, এসো তাড়াতাড়ি--
তোমরা যারা আনবে ফসল
মিলবে জেনো শ্রমের ফল
মেলার শেষে হবে আসর
গাইবে গান শিল্পীবর,
আমরা সবাই চাষীভাই
কৃষি-খবর দিলাম তাই।