বসন্ত রোদ লুকোচুরি মেঘ
ভালো লাগে বারবার,
স্পর্শ তোমার সুখের স্রোত
খুলে রেখ তোমার দুয়ার।

আমি জানি, তুমিও বোঝো
পড়ে নিও চোখের ভাষা,
আরও কাছে একান্তে দু'জন
সারাদিন শুধু ভালোবাসা।

বলে দিও ক্ষণিক হেসে
মন যদি চায় কিছু,
দোষ নয়, লজ্জা কিছু নেই
আমি আছি সদা পিছু।

তোমার ডাক শুনতে চাই
চাই না কিছু আর,
তুমি যদি না দাও ডাক --
আমি নয়তো তোমার!