পথই দেখাবে পথ
অন্তর দেবে মত,
সময় যখন হবে
দ্বন্দ্ব দূরেই যাবে।

সামনে পিছনে আলো
ঘুঁচবে সকল কালো,
নতুন দিনের ছবি
ভরিয়ে দেবেই রবি।

বাঁধন যাবেই টুটে
খেলার নেশায় ছুটে,
রূদ্ধ দূয়ার খুলে --
বদজাতি সব ভুলে।

পাওনা সকল পাই
মিটিয়ে দিও ভাই,
বন্ধু হয়েই থেকো
হৃদয় মাঝেই রেখো।

চাই না যে দলাদলি
সত্যেরই নামাবলী,
একই মন্ত্রে গাই --
বাংলার জয় চাই।

মিলন মেলায় যেতে
আদর সোহাগ পেতে,
ভুলতে সকল রাগ
মিলন ছন্দে ডাক।
    .........

* প্রথম প্রকাশ ৭ই এপ্রিল ২০১৬