যত চাই তত পাই না
যত পাই তত চাই না
মিছে তাই সব বায়না।
যেমন তুমি তোমার রাগ
যেমন আমি আমার ফাগ
যাক, যা গেছে তা যাক!
তোমার চাওয়া আমার শরীর
আমার চাওয়া সুখ-সুনিবিড়
কাঁচের চুড়ি কামের চিড়।
যার যা পাওয়ার বেশে
সবই পুরনো অভ্যেসে
সম্পর্কের খেলা শেষে।
এখন তুমি বড়ো অচেনা
শরীর তোমার লেনাদেনা
বুঝি, পুরুষাঙ্গে যেত কেনা!