(আজ থেকে আর আমরা পশ্চিম বাংলার মানুষ নই, আমরা "বাংলা"র মানুষ)
আমি বাংলায় পড়ি
আমি বাংলায় বলি
আমি বাংলায় লিখি
আমি বাংলায় চলি
আমি বাংলায় থাকি
আমি বাংলার পলি।
পূর্ব নয়, পশ্চিম নয়
নয় উত্তর, নয় দক্ষিণ
খ্যাত নাম বাংলা রয়।
আমি তেরঙ্গা, আমি মাটি
সুখে-দুখে থাকি পাশাপাশি
শত প্রাণ বাংলা সুখের বাটি।
আমি তরুণ, আমি যুবা, সবুজ আমি
আমি তৃণমূল, আমি বর্ধিষ্ণু বটবৃক্ষ
ভারত মায়ের অঙ্গে বাংলা আগামী!