আজকাল শরীরের গাঁটে গাঁটে বড় ব্যথা
মলম লাগাই ঔষধ খাই, তবুও কমে না
যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হয়ে কষ্ট দেয়
তখন মরতে চেয়ে বিষ পান করি -
কিন্তু পারিনা, মরতে গিয়েও মরা হয়না,
এখন আর বিষক্রিয়ায় জ্বলন হয় না
ধেড়ে ইঁদুরগুলো দিব্যি ঘুরে বেড়ায়,
আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পরিবারবর্গ
সবার কথা শুনলে যন্ত্রণা বাড়তে থাকে
এখন উপায় কি? উপায় আছে বৈকি -
মানুষ মানুষের জন্য মৃত্যুর কারণ হতে
পয়জেন নয়, স্লো-পয়জেনই শেষ অস্ত্র,
দলিত আগাছার দল অতি সামান্য প্রাণ
বারুদের বিষ ছড়াক হিংস্রতার সরিসৃপে!