আপনি গাঁজা খেয়ে দেখেছেন কখনও
দেখেন নি না! একবার খেয়ে দেখুন
না না, লুকিয়ে চুরিয়ে নয়
একেবারে প্রকাশ্যে খেয়েই দেখুন
কেমন এলোমেলো অক্ষরগুলো একত্রে
আপনাকে 'বাবু' বলে ডাকবে
ডাকবেই... ডাকবে,
মাইরি বলছি।
আপনি রেগে যাবেন না,
যদি রেগে গিয়ে গালি দেন
তাহলে বিশেষ সম্মাননা পাবেন
পাবেনই... পাবেন,
কিল লাথি থাপ্পড়।
আর যদি না রেগে খুব হাসেন
তাহলে যেটা আপনার প্রাপ্য
তাহল জোড়া জোড়া চপ্পল
আগামীর পথ চলা
বিড়ম্বনাহীন খ্যাতি।
কি বলছেন - গাঁজা খাবেন কেন?
সে কি! তাও জানেন না?
তবে জেনে রাখুন
এটা হল প্রসাদ
ভক্তি দিয়ে গ্রহণ করলে
নাম যশ খ্যাতির শিখরে
নচেৎ ন-চি-কে-তা!