আমার স্বপ্ন আমার আশা
এক জনমের ভালবাসা
সব হারানোর মাঝে ভাই
আপন পর খুঁজে না পাই -
আমি এসেছি
আমি যাব
আমি শান্ত
আমি দূরন্ত
আমি প্রেম
আমি সত্য
আমি পাপ
আমি পূণ্য
আমি মানব
আমি দানব
আমি স্থির
আমি অস্থির
আমি ধর্ম
আমি অধর্ম
আমি সৃষ্টি
আমি মৃত্যু
আমি জ্ঞান
আমি অজ্ঞান
তোদের মাঝে রাখিস তবে
হেলায় ফেলায় কোন মতে
কাঙাল মনের আশা যত
সূত্রধর আজ হল নত।