এক কথা
দুই কথা
এক কান
পাঁচ কান
কানাকানি
জানাজানি
লাঠালাঠি
কাটাকাটি
নয়ছয়
কতিপয়
ক্ষয়ক্ষতি
হীনমতি
দলাদলি
নরবলি।

লাভ ক্ষতি
ভুলে যদি
কোলাকুলি
রাগ ভুলি
প্রেম গান
রাখে মান
একসাথে
একপাতে
লাল নীল
খোলে খিল
চলে পথে
এক মতে
হবে জয়
নবোদয়।