বলো হরি হরিবোল বলার কেউ নেই
অতএব ফুলস্টপের আগেই বিরতি
বিশ্রাম বিষাদ সবকিছু ভুলে অপেক্ষা,
অপেক্ষার প্রহর গুনে চলেছে মানুষ
আগামীকালের সংবাদ শিরোনামে -
করোনা এবার মৃত্যু বরণ করেছে
নীল জলের স্রোতে নীল গগনে,
আমরা তখনও উদাসীন থাকবো
আমাদের সস্তার জীবনের জন্যে
লাভ-ক্ষতি বিজ্ঞাপনের মোড়কে!