গত ২৮ এপ্রিল ২০১৮ তে কোলকাতায় অনুষ্ঠিত হল যাদবপুরের "শহীদ সূর্য সেন ভবনে" কবিদের মিলন উৎসব ও সাংস্কৃতিক আড্ডা ২০১৮. পরিবেশনায় https://www.bangla-kobita.com উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক বাংলা কবিতা ডটকমের কবিগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি অজিত কুমার কর মহাশয়, বিশেষ অতিথিগণ ছিলেন সর্বকবি ইমানুল হক, অজিতেশ নাগ, নবনীতা বসু হক, বোদরুল আলম, চিত্তরঞ্জন সরকার, পারমিতা ব্যানার্জী প্রমুখ। অতিথিবর্গদের পুষ্পস্তবক, উত্তরীয়, শংসাপত্র, ব্যাজ ও উপহার সামগ্রী দিয়ে বরণ করার সাথে সাথে আরও অনেক প্রবীণ করিদেরও বরণ করে নেওয়া হয়। এছাড়া প্রতিটি কবিদের ব্যাজ ও শংসাপত্র দেওয়া হয়। দুই বাংলার জাতীয় সঙ্গীত দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের, এর পর একে একে অতিথি বরণ। বাংলা কবিতা ডটকম ওয়েবসাইটের চিফ এডমিন আশফাকুর রহমান পল্লব মহোদয়ের প্রেরিত শুভেচ্ছা বার্তা পাঠ করেন কবি বোদরুল আলম মহাশয়। কবিদের কাব্য-ভাবনা, আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি, কাব্যগ্রন্থ প্রকাশ ও সংগীত মুখর একটি দিন ছিল ২৮ এপ্রিল । বাংলা কবিতা ডটকমের অনুষ্ঠানে প্রায় ৬৫ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। যথা সময়ে অনেকেই পৌঁছানোর পরও অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হয়, কারণ - প্রধান অতিথি কবি ইমানুল হক মহাশয় কোলকাতার যানজটে আঁটকা পড়ে যান। অনুষ্ঠান বেলা ১১:৩০ থেকে বৈকাল ৫:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিবর্গের মূল্যবান ভাষণ, সকল কবিদের কাব্য পাঠ, কবি অসিত কুমার রায়ের স্বরচিত ও সুরারোপিত কাব্যতগীতি পরিবেশন এবং আমার দুই বাংলার উদ্দ্যেশে দু’টি আবৃত্তি (পূব-পশ্চিম – অচিন্ত্যকুমার সেনগুপ্ত ও সোনার মেডেল – পূর্ণেন্দু পত্রী) অনুষ্ঠানের ৮৫ শতাংশ কবিকে শেষ পর্যন্ত ধরে রেখেছিল। কোলকাতার বেলুড় মঠের এক তরুণ যুব সন্ন্যাসীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি বিকাশ দাস ও কবি গায়েত্রী ঘোষ (মিমি) মহোদয়গণ। বাংলাদেশ থেকে এবং প্রবাসীয় ভারতবাসী যারা এই অনুষ্ঠানের জন্য কবিতা পাঠের অনুরোধ রেখেছিলেন তাদের লেখা পাঠ করা হয়েছে। সেগুলি ছিল : ঐ এলো, এলো সব - জাহিদ হোসেন রনজু, কবিতার আসর সুখের বাসর - মুহাম্মদ মনরুজ্জামান, প্রেম-প্রীতির নেই শুমার - অনিরুদ্ধ বুলবুল, মিলনমেলা - মৌটুসি মিত্র গুহ, এত কবি তবু কাঁদছে কবিতা - গৌরাঙ্গ সুন্দর পাত্র। আসরে পাঠ করেন কবি মিমি এবং আমি। সম্পূর্ণ অনুষ্ঠানটি ভিডিও রেকর্ডিং কর হয়, এডিটিং এর পর আলোচনা সভায় লিঙ্ক প্রকাশ করা হবে।
অনুষ্ঠানের জন্য এডমিন আশফাকুর রহমান পল্লব মহোদয় স্বকন্ঠে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তা নির্দিষ্ঠ যন্ত্রাংশ না থাকায় সম্দ্প্রচার করা সম্ভব হয় নি (পাঠ করেন - কবি বোদরুল আলম), উক্ত শুভেচ্ছা বার্তাসহ অনুষ্ঠানের কিছু স্থির চিত্র এই লিংকে (https://www.youtube.com/watch?v=Bf5T3PQgb2A&feature=youtu.be) দেওয়া হল, যা আপনার ডাউনলোড করে শুনতে ও দেখতে পারবেন। লিংকটি মন্তব্যের ঘরেও দেওয়া হল।
অনুষ্ঠানে যে যে বিষয়ের উপর বক্তব্য রাখা হয়েছিল :-
• একজন কবি বা লেখক তাঁর সৃষ্টিতে সমাজের কাছে কতটা দায়বদ্ধ – কবি ইমানুল হক
• কাব্য পাঠের উপকারিতা – কবি নবনীতা বসু হক
• কবি সম্মেলনের উদ্দেশ্য – কবি অজিতেশ নাগ
• কবিতা কেন লিখি? কবিতার বিবর্তন ও সমাজ জীবনে প্রতিফলন – কবি যাদব চৌধুরী
• অনুবাদ কবিতা ও আধুনিক কবিতার বিশেষ দিক – কবি প্রভাত ঘোষ
অনুষ্ঠানে যে সকল গ্রন্থ প্রকাশ করা হয়েছিল :-
(১) রামধনু (একাধিক কবির কাব্যগুচ্ছ) - সম্পাদনা সুখেন্দু মাইতি, মিলন বঙ্গ প্রকাশন
(২) ফসিল (কবি পরিতোষ ভৌমিক) - সম্পাদনা সোমাদ্রী - ঋতুযান প্রকাশনী
অনুষ্ঠানে যারা যারা উপস্থিতি ছিলেন :-
১) অজিত কুমার কর
২) ইমানুল হক
৩) অজিতেশ নাগ
৪) নবনীতা বসু হক
৫) বোদরুল আলম
৬) চিত্তরঞ্জন সরকার
৭) পারমিতা ব্যানার্জী
৮) জয়শ্রী কর
৯) জয়শ্রী রায় মৈত্র
১০) যাদব চৌধুরী
১১) মল্লিকা রায়
১২) প্রভাত ঘোষ
১৩) সৌমেন বন্দ্যোপাধ্যায়
১৪) মহঃ সানারুল মোমিন
১৫) অরূপ গোস্বামী
১৬) লিলি দাস
১৭) যোগেশ বিশ্বাস
১৮) রীনা বিশ্বাস
১৯) তমাল ব্যানার্জী
২০) সৈকত পাল
২১) অসিত কুমার রায়
২২) সংকেত চট্টোপাধ্যায়
২৩) দেবদাস মৈত্র
২৪) সুখেন্দু মাইতি
২৫) বিভূতি দাস-কোলকাতা
২৬) দিলীপ চট্টোপাধ্যায়
২৭) প্রশান্ত কুমার ঘোষ
২৮) মিতা চ্যাটার্জী
২৯) অনন্ত গোস্বামী
৩০) সমীর প্রামাণিক
৩১) পরিতোষ ভৌমিক
৩২) প্রবীর দে
৩৩) বিকাশ দাস
৩৪) গায়েত্রী ঘোষ
৩৫) রণজিৎ মাইতি
৩৬) বিশ্বজিৎ শাসমল
৩৭) শিবশংকর
৩৮) অমিতাভ শূর
৩৯) রুপক মুখোপাধ্যায়
৪০) স্বপন কুমার বিশ্বাস
৪১) উদয় চক্রবর্তী
৪২) সুবীর পাণ্ডে
৪৩) সুশোভন মূলা
৪৪) সোমা চট্টোপাধ্যায়
৪৫) আনোয়ার আলি শেখ
৪৬) তরুণ কান্তি প্রিয়
৪৭) আশিষ চৌধুরী
৪৮) রবীন্দ্রনাথ বিশ্বাস
৪৯) হজরত সেখ
৫০) তনয় রায়
৫১) মানস মাইতি
৫২) বিবেকানন্দ
এছাড়াও সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন ১৫ জন স্বেচ্ছাসেবক।
যে সকল ব্যক্তিগণ অনুষ্ঠানের জন্য স্বেচ্ছায় অর্থ সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন -
১) সুখেন্দু মাইতি – ১০০০ টাকা
২) অজিত কুমার কর – ১০০০ টাকা
৩) নাম প্রকাশে অনিচ্ছুক – ৫০০০ টাকা
৪) অসিত কুমার রায় – ৫০০ টাকা
৫) যাদব চৌধুরী – ৪০০ টাকা
৬) সঞ্জয় মাইতি – ৩০০ টাকা
৭) সৈকত পাল – ৩০০ টাকা
৮) মৌটুসি মিত্র গুহ – ১৬০০ টাকা
৯) বিভূতি দাস – ৫০০ টাকা
১০) সমীর প্রামাণিক – ৫০০ টাকা
১১) চিত্তরঞ্জন সরকার – ২০০০ টাকা
১২) প্রশান্ত কুমার ঘোষ – ৩০০ টাকা
১৩) লিলি দাস – ১০০০ টাকা
১৪) তমাল ব্যানার্জী – ৫০০ টাকা
১৫) জয়শ্রী রায় মৈত্র – ৫০০ টাকা
১৬) দেবদাস মৈত্র – ৫০০ টাকা
১৭) সৌমেন বন্দ্যোপাধ্যায় – ৫০০ টাকা
১৮) প্রবীর দে – ১০০০ টাকা
১৯) মিমি – ৫০০ টাকা
২০) অভিজিৎ মিত্র – ৫০০ টাকা
২১) যোগেশ বিশ্বাস – ১৫০০ টাকা
২২) মহঃ সানারুল মোমিন – ৬০০ টাকা
২৩) আনোয়ার আলি শেখ – ৫০০ টাকা
২৪) অনন্ত গোস্বামী – ২০০ টাকা
২৫) অমিতাভ শূর – ৫০০ টাকা
২৬) সংকেত চট্টোপাধ্যায় – ১০০০ টাকা
২৭) আশফাকুর রহমান পল্লব – ১৮০০০ টাকা
মোট জমা = ৪০,৭০০ টাকা
[সংযোগ:-রাত ১১:৪৬মিনিট -
রাত ১১:০১ মিনিটে অনুষ্ঠানের জন্য ফান্ড এল ৯৯০টাকা। - নাম প্রকাশে অনিচ্ছুক]
অনুষ্ঠানে খরচের হিসাব :-
১) চা, বিস্কুট, জল ও আনুসাঙ্গিক = ২,১৪০টাকা
২) মধ্যাহ্নভোজ = ১০,০০০ টাকা
৩) হল ভাড়া, অতিরিক্ত ঘর মধ্যাহ্নভোজনের জন্য ও অপসারণ = ৫,৭০০ টাকা
৪) পুষ্প স্তবক = ৬০০ টাকা
৫) ব্যাজ, ব্যানার, শংসাপত্র ও নিমন্ত্রণ পত্র – ৩,০৬০ টাকা
৬) উপহার সামগ্রী = ১,৪০০ টাকা
৭) ভিডিও ক্যামেরা ও এডিটিং = ৫,০০০ টাকা
৮) উত্তরীয় বস্ত্র = ১,৪৪০ টাকা
৯) স্টেশনারী ও পোষ্টেজ = ৪৫০ টাকা
১০) যাতাযাত খরচ = ৭০০ টাকা
১১) পেন ড্রাইভ = ৮০০ টাকা
১২) অন্যান্য = ৪০০ টাকা
মোট খরচ = ৩১,৬৯০ টাকা
বর্তমানে জমা (Balance Cash in Hand) = ৯,০১০ টাকা।
[সংযোগ:-রাত ১১:৪৬মিনিট -
Balance Amount Rs.9,010 + 990 = Rs.10,000/-.
এভাবে আমাদের এগিয়ে আসা উচিত ছিল, তাহলে পল্লবদাকে এতটা দায় নিতে হত না!]
আহ্বায়ক হিসাবে আমার আক্ষেপ :-
দূর দূরান্ত থেকে কবিগণ অনুষ্ঠানে এলেন, এলেন না কাছের মানুষেরা – কোলকাতা ও তার পার্শবর্তী স্থান থেকে! জানি না কেন এলেন না – হয়তো আমারই কোন ভূল হয়ে থাকবে আমারই অজান্তে। অবশ্য কেউ কেঊ শেষ সময় জানিয়েছিলেন তাঁরা আসতে পারছেন না। এছাড়া দুই মিডিয়া সংস্থা আমাদের কথা দেওয়ার পরও এলেন না – আক্ষেপ রয়েই গেল!
সবশেষে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। ভাল থাকবেন। আবারও দেখা হবে ………