আমি চলে গেলে, আসবে তুমি
ঝরাপাতার ওই পথটি ধরে --
মনে রেখ আমারে, যেও না ভুলে
জানুয়ারি জানে ডিসেম্বরে।

যেন দুই মাস, সহোদর ওরা
মেজাজ ও স্বভাব বরে --
ফুলে-ফলে পরিচয়, জাগে প্রেম
ভ্রমণ পিপাসু গান ধরে।

ছুটোছুটি নেই, আছে ছুটি
পিকনিকে খুশি ধরে --
ছোট-বড়ো দল বেঁধে ওই
নাচে তারা আড়ম্বরে।

ওরা জমক, মানে না ধমক
মিলেমিশে বাস করে,
দেখ ওই, শেষ থেকে শুরু --
দিনে-রাতে হিম পড়ে।