(কবি অরুণ কুমার চক্রবর্তীর প্রতি শেষ নমস্কার)

একজন মানুষ আর একজন মানুষের
পিঠ চাপড়ে দিয়ে বলেন, মানুষের কথা লেখ ভাই,
একজন কবি আর একজন নবীনকে  বলেন --
মানুষের কাছে তুমি ঋণী মানুষের ভালোবাসায়।

সেই মানুষটি আজ যখন মানুষের থেকে বহু দূরে
তখন বোবা কান্নায় ভিজে যায় ভালোবাসার ঘর।

রাঙামাটির রঙীন ধূলিকণায় তাঁর পদচিহ্ন দেখে
চিরকালের বসন্ত রোদে আমরা হাঁটতে থাকব পথ!