প্রশ্ন-উত্তরের খেলায় আমি নেই
শুনি, বুঝি আর মানিয়ে চলি
যাকিছু ঘটছে বা যাকিছু ঘটবে
সবইতো দেশের ও দশের জন্যই,
ভাল কাজের কদর ক'জন করে?
কিন্তু কাজ করতে গিয়ে ভুল হলে
খাতির করে বেশিমাত্রায় তাঁবেদার!
তাই দোষ-গুণ বিচারে কাজ নেই
আড়ালে আবডালে নিজের কাজ করা,
মন্দ বলে লোকে যতই, বলুক না -
চলেও এড়িয়ে, চলুক না যতখুশি
মাছে-ভাতে থাকে গোঁফওলা পুষি!
          ***********



* বিবিধ কবিতা ( ব্যঙ্গ কাব্য)