নিয়েছি কলম
নিয়েছি কাগজ
লিখবো কবিতা
নাম যে সবিতা
করবো প্রকাশ
ছড়াবে সুবাস
আমার মানসী
শ্রেয়সী রূপসী
থাকে যে কটকী
গড়নে ভেটকী
পরে না সে শাড়ী
শালোয়ার কাঁড়ি
ঠোঁটে দেয় রঙ
অং বং চং
হাঁটেই না পথে
চলে শুধু রথে
দাঁতে তার পোকা
মোরে বলে বোকা
হাতে দেয় চুড়ি
খায় শুধু মুড়ি
তার সাদা চুল
পরে কানে দুল
গোদ আছে পা'য়ে
চুলকানি গা'য়ে
কথা বলে তোতা
চাপা নাক ভোঁতা
সেই যে ঘরণী
আমার মরমী
রাগলে পানসি
আমার মানসী
হোক যত কালো
তবু বাসি ভালো
ডাকি মরমীয়া -
আমি আলি মিঞা
বোঝে না সে রাণি
কাব্য কথা বাণী
লেখা দেব ছিঁড়ে
নাকে কানে কিরে
লিখবো না কাব্য
শুধু ভালবাসবো।