বড় সুখে আছি ভাই
ভরা পেট ক্ষুধা নাই,
রাজা হল ভগবান
ধনে জনে রাখে মান।
কথা যত বলো তাঁরে
কানে শুনে ঘাড় নাড়ে,
কথা রাখে দীণ দানে
শুচি মনে স্বচ্ছ যানে।
দিকে দিকে আলোময়
কিছু আর নেই ভয়,
চলো সবে পূজি তাঁরে
ফুলে ফলে বারে বারে।
ত্যাগ রঙে রাজবেশ
সব সেরা এই দেশ,
দেহমন তাঁর তরে
সুখে মোরা রাজ বরে!