(গীতি কবিতা)
ফুলে ফুলে উড়ে উড়ে
মেলে পাখা প্রজাপতি
মধু নিয়ে যায় চলে
লাজে রাঙা লাজবতী!
বনে বনে ফোটে ফুল
মৌ লোভী ভ্রমর আসি
ফুল রেণু যদি মাখি
বল কি বা আছে ক্ষতি?
দুলে দুলে গাই গান
ওম সুধা করি পান
মিলি দোঁহে এক মনে
ফুলে ফলে ভরে বনে।
জানি জানি বাসো ভালো
দিলে প্রেম এতো আলো
বারে বারে আসি ফিরে
ওই রূপে একি জ্যোতি!