সবকিছু শেষ হওয়ার আগে
শেষ চুমু দিয়ে দিতে হবে
তারপর যা হওয়ার হবে -
নিজেকে পাল্টে নেওয়া,
এই নিয়মের ব্যতিক্রম হলে
তোমরা শুধু কাপুরুষই নও -
সভ্য সমাজের উলঙ্গরাজাও বটে।
তোষামোদি বিছানায় আলিঙ্গনের সুখ
জানে কেবল বস্ত্রহীন বাস্তুঘুঘুর দল,
সন্ধিস্থাপনে নৈশ অভিযান অথবা
বনমানুষের খাঁচায় মানুষের প্রক্সি!