প্রশ্ন দিলাম ছুঁড়ে
যা ওঠে মাটি ফুঁড়ে
মাটিতে হয় শেষ
বিচিত্র তার বেশ,
বলতে পার তুমি
তাকেই মোরা চুমি
সুবাসে ভরে মন
মূল্যবান সে ধন!
     ***
উত্তর:- শ্বেত চন্দনের গাছ