তোমাকে নিয়ে ভাবার সময় নেই
রঙ-তুলি কালি-ঝুলি মাখামাখি
পাউরুটি আর চা, সাথে ধোঁয়ার ফুঃ
জানি, তুমি অপেক্ষা করে আছো
অপেক্ষা একটু করতেই হবে
আরতো ক'টা দিন, দেখতে দেখতে...
তারপর! তারপর নীলবাতি আর লালবাতি
বুঝতে পারলে না বুঝি! আচ্ছা শোনো...
নীলবাতি হলো নীলের ঘরে বাতি
মানে ভোলা মহেশ্বরের কৃপা প্রার্থণা
আর লালবাতি হলো জীবনের শেষ দিন
কাদের জীবনের শেষ দিন? কি হলো...
কি হলো বলো? জানি, তুমি বলতে পারবে না।
সাধারণ মানুষের পিঠে তেল মাখানোর শেষ দিন
সুদিনের পথ চেয়ে চেয়ে সমর্পণে নিঃস্ব হলে
তখন তোমার কাছেই ফিরে আসবো বর্ণহীন হয়ে
অথবা রক্তের রঙে বাংলার বুকে রক্তজবা হয়ে
তুমি কোন ফুল ভালোবাসো, কোন ফুল চাও?