- হ্যালো…
- কে বলছেন?
- ফোন রেখো না…
- কেন বার বার ফোন করো?
- তোমার সাথে কথা বলেতে ভালো লাগে।
- কথা…! কি কথা?
- কেমন আছো তুমি?
- নিজের মত আছি, ভালো আছি। এবার রাখি…
- না, কথা আছে বাকি।
- তাড়াতাড়ি বল… সময় নেই…
- তুমি জানতে চাইবে না, আমি কেমন আছি!
- না।
- না?
- দূরত্ব যখন সৃষ্টি করেছো, তখন এই প্রশ্নের মানে কি!
- মানে একটাই, “প্রিয় যদি দূরে চলে যায়, সে তো আরও প্রিয় হয় মানি।”
- তাহলে এসো একদিন আমার কঙ্কালটাকে দেখতে।
- নাঃ! এমন কথা বলো না কখনও!
- বলব না আর কোন দিনও।
- তার মানে!
- আজ আমার শেষ দিন বিদায় নেবার, ডাক্তার হাল ছেড়ে দিয়েছে। তুমি পাল তুলে
দিয়েছো সেই কবেই, খেয়া গেছে মাঝগাঙে ভেসে!
- আমি এখনও আছি জেগে। মরণের পরে মিলব মোরা দোঁহে।