(কথোপকথন)

-- পদ্ম পাতায় শিশির কণায় নিমন্ত্রণ লিপি পাঠালাম
নীল আকাশের নীচে, লাল পলাশের আঙিনায়
আমি অপেক্ষায় থাকব এই বসন্ত রোদে
কখন আসছো জানিও, জানবে না লোকে।

-- এখনো চোখ জুড়ে কুয়াশা ঘেরা সকাল
বিলাসী লিকার চা'য়ে চুমুক দেয় প্রত্যেহ,
নানা রঙে সাজিয়ে রেখ তোমার কবিতা
ঝরা পাতার পথ ধরে যাব আমি সবিতা।

-- জেনো, মনে আমার সুখ নেই এতটুকুও
প্রিয় কলমখানা গেছে কোথায় হারিয়ে,
তবুও লিখছি তোমায়, সকল দূয়ার খুলেছি -
সব অপমান আর সম্মান সবকিছু ভুলেছি!

-- তুমি নও জীবনানন্দ, নও শামসুর রহমান
তুমি সুখ-শান্তি ঘাত-প্রতিঘাত দান-প্রতিদান,
তোমার আসন ছুঁতে আমিই হবো নদী -
শুধু ভালোবেসে একবার প্রিয়া বলো যদি!