বারবার এক কথা বলো কেন তুমি?
বলছিতো, সব কবিতা মুছে দেব।
বিশ্বাস হচ্ছে না! বিশ্বাস করো আমায়।
কবিতা আমাকে অনেক কিছুই দিয়েছে -
আনন্দ বেদনা বিনোদন প্রেম
এমনকি বিশ্বাসের বাহুডোরে বেঁধেছে
শুধু বাঁধেনি, মায়াডোরে আচ্ছন্ন করেছে
আর সেই তুমি শুধু আমাকেই ভালবাসে
আমাতে নিজেকে নিঃশেষ করে চলেছো
ধূপ-দীপের ন্যায় দিন দিন প্রতিদিন
শুধু একটু সময়, একটু ভালোবাসা।
আর নয়, পরের জন্য নয় কোন ভাবনা আর
এবার তুমিই হবে আমার ভাবনা
আমার ভালোবাসা আমার কবিতা
পড়বো তোমার চোখের ভাষা
বুঝবো তোমার মনের ব্যথা
নেবো তোমায় আপন করে বাহুডোরে,
আমার লেখা সব কবিতার পান্ডুলিপি ছিঁড়ে
সাজাবো তোমাকে নতুন করে মানসী
তোমার শাড়ির ঢেউ তুলে
আমাকে তুমি আচ্ছন্ন করো
আমার ভালোবাসা তুমি কবিতা,
কবিতা রায়, এবার হাত ধরো!
নামটা যদি বদলে দিই - মল্লিকা রায়
তাহলে তোমার কোন আপত্তি নেই তো?