আমার হল ছোট্ট মাথা
যখন তখন করে ব্যথা,
তোমাদের আছে বড় মাথা
চেতন জাগাও লেখ খাতা।
অনেক কথা অনেক ভাবে
ছন্দে তালে নিয়ম মাপে,
দিনে ও রাতে চায়ের কাপে
কবির কলম ধাপে ধাপে।
দিনের বেলা খাটতে যাই
ফুরালে মাস মাইনা পাই,
রাতের বেলা গাইয়ে ভাই
বাড়তি খেটে সুনাম নাই।
ভাবনা এল ধরি কলম
চোখে দিয়ে সুরমা মলম,
লিখব আজ আমি আলম
একটা কিছু মনগড়ন।
লিখলে যদি বাড়তি আসে
ভালই হবে আষাঢ় মাসে,
এড়িয়ে বাদল ট্রেনে বাসে
লিখবো রাতে দিনের চাষে।
রাতের শেষে দিনের আলো
দিনের পরে রাতের কালো,
যেমনি আছি তেমনি ভালো
লেখার খাতা চুলায় গেল।
কেউবা কবি কেউবা নবি
কারুর আবার শুধু হবি,
প্রণাম করি তোমায় রবি
তোমার জগৎ তুমি সবই।