হে নর্তকী,
তুমিতো তোমার সবটুকু দিয়েছিলে
তোমার শরীরের প্রতিটি মুদ্রায় আঁকা
গগনবিদারী ধ্বনি আর বক্ষের অঙ্গার
ব্যপ্তির অভিনব অভিনিবেশের কালখন্ড
কবির সন্দিগ্ধ বাতাবরণের উপলব্ধিতে
তোমার পুণ্ডরীক এক স্বর্গভ্রষ্ট পথিক।
কবির মৌনতার মাঝে জ্বেলেছিলে আলো
তোমার পদক্ষেপ, সে তো ছন্দ আমার
তোমার মত্ততা প্রকাশ, সে তো আমার পূর্ণতা
তোমার নির্বাক দৃষ্টি, সে তো আমারি ভাষা
তোমার তন্বী কোমরে কবি খুঁজেছে গঙ্গা-যমুনা
তোমারই অধর কোমল কাঁটায় বিদ্ধ আমি
অথচ মন্থনের সার্থক চুম্বনের ঋজুতা!
মুছে দিয়েছি আজ বিসর্জনের ছবি
কবির নৈরাজ্যময় হৃদয় খোঁজে মৌনতা
একগুচ্ছ স্বপ্ন আর ঝলসানো বাস্তব
পরস্পরের কাছে আত্মসমর্পণের গ্লানি
চিরদিন চিররাত্রি রেখায় পৃথক বারংবার।