শশধর সাঁতরা পায়ে দেয় নাগরা
তার বৌ শশীবালা পরে থাকে ঘাগরা,
একসাথে দু'জনে থাকে তারা মগরা
নেই কাজ খই ভাজ, কেবলই ঝগড়া।
কর্তা বলে, চলো যাই ঘুরে আসি আগ্রা
গিন্নী যাবে পুরী, সব কাজে দেয় ব্যাগড়া।
একদিন গেলো তারা দু'জন দু'দিকে চলে
কেউ কেউকে না জানিয়ে কথা নাহি বলে।
ঘুরতে ঘুরতে গেলো ছিঁড়ে আগ্রাতে নাগরা
সেইক্ষণে পুরীতে ফেঁসে গেল বালার ঘাগরা,
নাগরা ঘাগরা ছেড়ে দিয়ে ফিরল যে মগরা -
বুঝলো,একসাথে থাকা ভালো হোক ঝগড়া!